Nibondhomala

নিবন্ধমালা: ত্রয়োবিংশ খন্ড, ডিসেম্বর ২০২২
উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ
ISSN:

ভাষার সীমানা ও ভাষাতীত-এ ধারণা: লুডভিগ ভিটগেনস্টাইন

  • প্রিয়স্বদা সরকার

  • Authors Email:

  • Published Date : ডিসেম্বর ২০২২

  • নিবন্ধমালা: ত্রয়োবিংশ খন্ড, ডিসেম্বর ২০২২

  • DOI:

  • Page No : 1-14

সারসংক্ষেপ

বিংশ শতাব্দীর অন্যতম উল্লেখযোগ্য দার্শনিক হলেন লুডভিগ জোসেফ জোহান ভিটগেনস্টাইন (১৮৮৯-১৯৫১)। তরুণ বয়সে লেখা তাঁর প্রথম প্রকাশিত গ্রস্থ ট্যাক্টেটাস-লজিকো-ফিলোসফিকাস ও মৃত্যুর পরে প্রকাশিত ফিলোসফিকাল ইনভেস্টিগেশন্স্ আজ সারা বিশ্বে দর্শনের আকর গ্রন্থ হিসেবে সমাদৃত। যুগান্তকারী বৈপ্লবিক এই বই দু-খানি পরস্পরবিরোধী বলেই দর্শনের জগতে আখ্যাত।

ট্যাক্টেটাস-এ আমরা দেখি যে তিনি জগৎ, চিন্তন ও ভাষার পারস্পরিক সর্ম্পক বিষয়ে এক অসামান্য পূর্বতঃসিদ্ধ দর্শন রচনা করেছেন। অপরদিকে ফিলোসফিকাল ইনভেস্টিগেশন্স্-এ ভাষা আমাদের দৈনন্দিনের দৈশিক ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ ও জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। এই পার্থক্য আমাদের বোঝায় যে, তরুণ ভিটগেনস্টাইনের ভাষা সর্ম্পকিত পূর্বতঃসিদ্ধ ধারণা পরিণত বয়সে কতটা পরিবর্তিত হয়েছিল !

শুধু তাই নয় আমরা আরো লক্ষ করি, দার্শনিক সমস্যার সঙ্গে ভাষার সর্ম্পক নিয়ে যে মত তিনি প্রথম জীবনে অবিসম্বাদিত সত্য হিসেবে মেনেছেন, পরবর্তী কালে তিনি সেই মতকে দূরে ঠেলেছেন, আর জীবনের শেষে যে মতকে গ্রহণ করেছেন- তা তাঁর আগের মতের বিরুদ্ধ মত না হলেও বিপরীত মত তো বলাই যায়। ট্যাক্টেটাস-এ আমরা দেখি যে তিনি বলেছেন: সমাধানহীন দার্শনিক সমস্যাগুলির আসলে ভাষার যুক্তিকে ঠিক ঠাক বোঝার মাধ্যমেই সমাধান সম্ভব।

মূল শব্দ:

View Full Articles
Download Articles