গ্রন্থাগার

উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের একটি ছোট গ্রন্থাগার রয়েছে। এই গ্রন্থাগারে মূলত কেন্দ্র থেকে প্রকাশিত গ্রন্থই রাখা হয়, তবে গবেষণা কার্যক্রম সহায়ক গ্রন্থ অনুদান হিসেবে পাওয়া এবং কিছু কিছু ক্রয় করেও সংগ্রহ করা হয়েছে। বর্তমানে গ্রন্থাগারে কেন্দের প্রকাশিত প্রকাশনা ছাড়াও ক্রয় ও সৌজন্য হিসেবে প্রাপ্ত গ্রন্থের সংখ্যা প্রায় ৩৫০টি।

সেমিনার কক্ষ

কেন্দ্রের সেমিনার, সিম্পোজিয়াম, মিটিং, বক্তৃতা ইত্যাদির জন্য কেন্দ্রের একটি সেমিনার কক্ষ আছে। এই সেমিনার কক্ষটির নাম কেন্দ্রের ব্যবস্থাপনা পরিষদের ১০-০১-২০১১ তারিখের এক সভায় কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম অধ্যাপক মমতাজুর রহমানের নামে নামকরণ করা হয় ‘মমতাজুর রহমান তরফদার সভাকক্ষ”। এই সভাকক্ষে ১০০ জনের ধারন ক্ষমতা আছে । কেন্দের মিটিং ছাড়াও কেন্দের সেমিনার, সিম্পোজিয়া্‌, বক্তৃতা, ট্রেনিং কোর্স ইত্যাদি এই সভাকক্ষেই অনুষ্ঠিত হয় ।