
নিবন্ধমালা: ত্রয়োবিংশ খন্ড, ডিসেম্বর ২০২২
উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ
ISSN:
বঙ্গবন্ধুর ভাষা ও সাহিত্যচিন্তা
বিশ্বজিৎ ঘোষ*
Authors Email:
Published Date : ডিসেম্বর ২০২২
নিবন্ধমালা: ত্রয়োবিংশ খন্ড, ডিসেম্বর ২০২২
DOI:
Page No : 129-152
সারসংক্ষেপ
অপরিমেয় দেশপ্রেম ও জাতীয়তাবোধ, রাজনৈতিকদূরদর্শিতা এবং নেতৃত্বের অতুলনীয় গুণাবলি পূর্ববাংলার শেখমুজিবুর রহমানকে কেবল বঙ্গবন্ধু ও বাঙালি জাতির জনক পরিচয়ইএনে দেয়নি, অধিষ্ঠিত করেছে বিশ^নেতৃত্বের আসনে। সীমাহীনঅত্যাচার ও নিপীড়ন সহ্য করে বাঙালিকে একটি দেশ উপহারদেওয়া বঙ্গবন্ধু কেবল রাজনীতি-অর্থনীতি-সচেতন মানুষই ছিলেননা, ছিলেন আত্মসংস্কৃতি-সচেতন। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরুকরে দেশ স্বাধীন হওয়ার পরও বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি রক্ষাও চর্চার প্রতি তাঁর সতর্ক দৃষ্টি বিস্ময়ের উদ্রেক করে। সদ্যস্বাধীনবাংলাদেশের সর্বস্তরে বাংলা ভাষা চালুকে বাধ্যতামূলক করা,বাংলাকে বিশ^ময় ছড়িয়ে দেওয়ার প্রয়াস, অপরাপর ভাষার প্রতিপূর্ণ শ্রদ্ধা প্রদর্শন, ব্যক্তিজীবনে সাহিত্যচর্চা ও বোধ এবং শিল্পী-সাহিত্যিকদের শিল্পচর্চাকে নিরন্তর উৎসাহিত করা প্রভৃতির মধ্যদিয়ে বঙ্গবন্ধুর বিভিন্নমাত্রিক পরিচয় উন্মোচিত করা সম্ভব।