About Us

/
প্রতিষ্ঠার ইতিহাস
উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার ইতিহাস

উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার ইতিহাস

প্রতিটি দেশের বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ হচ্ছে সত্যানুসন্ধান, জ্ঞান অনুশীলন। এ জন্য প্রয়োজন শিক্ষক ও শিক্ষার্থীর একনিষ্ঠ গবেষণা-নতুন নতুন তত্ত্ব ও তথ্যের অনুসন্ধান ও আবিষ্কার। এ লক্ষ নিয়ে বিশ্ববিদ্যালয়ে অনুষদ ও বিভাগের আওতাধীনে প্রতিষ্ঠিত হয় নানা ধরনের গবেষণা প্রতিষ্ঠান। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়েও এই প্রচেষ্টা চলে আসছে দীর্ঘদিন ধরে। এই লক্ষকে সামনে রেখেই ১৯৮৪ কলা অনুষদের আওতাধীন একটি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট নথিপত্র থেকে জানা যায় যে, কলা অনুষদের আওতাধীন একটি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার জন্য দর্শন বিভাগের অধ্যাপক আমিনুল ইসলাম "উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্র” নামে একটি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার জন্য তৎকালীন ডিন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর নিকট প্রস্তাব পেশ করেন। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এ ব্যাপারে সকল বিভাগের মতামত জানতে এবং বিষয়টি আরো গুরুত্ব সহকারে বাস্তবায়নের জন্য পরবর্তী সভায় এজেন্ডা হিসেবে পেশ করার ব্যবস্থা করেন। সে লক্ষে ১৯৮৩ সালের জুলাই মাসের ২৭ তারিখ বুধবার বিকাল ৪টায় কলা অনুষদের ডিন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার ১১ নং এজেন্ডায় "কলা অনুষদের আওতাধীন একটি উচ্চতর গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়ে বিবেচনা" সম্পর্কে আলোচনা হয় এবং নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়:

নীতিগতভাবে অনুষদের আওতাধীন একটি উচ্চতর গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার বিষেয়ে ডীনের প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে সভা পরবর্তী বিবেচনার জন্য বিভিন্ন বিভাগের চেয়ারম্যানের নিকট একটি ওয়ার্কিং পেপার পাঠাবার জন্য ভীনকে অনুরোধ করছে।

এই সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ডিন মহোদয় কলা অনুষদের অধীনস্থ সকল বিভাগের চেয়ারম্যানদের নিকট পত্র প্রেরণ করেন। এই পত্রের পরিপ্রেক্ষিতে কলা অনুষদের প্রায় সকল বিভাগ থেকেই কলা অনুষদের আওতাধীন একটি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার অনুকূলে লিখিত মতামত জানান হয়।

পরবর্তীকালে ০৩-১০-৮৩ তারিখে বোর্ড অব এডভান্সড স্টাডিজের এবং ০২-১১-৮৩ তারিখে একাডেমিক পরিষদের সুপারিশ অনুযায়ী "উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্র” প্রতিষ্ঠার ব্যাপারে এক সিদ্ধান্ত গৃহীত হয় এবং সিন্ডিকেটের ১৩-১২-৮৩ তারিখে "উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্র” প্রতিষ্ঠার প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

এই গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার পর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এম. আর. তরফদারকে সভাপতি এবং দর্শন বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলামকে পরিচালক মনোনীত করা হয়।